গত ২৫ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত গাজীপুর নামক স্থান হতে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ০১ (এক) জন মোঃ শফিকুল ইসলাম (২৮), পিতা- মোঃ তরব আলী, গ্রাম- অরণ্যপুর, পোষ্ট- বিবির বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮ বোতল হুইস্কি, ২০০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ২০টি থ্রী পিস, ৩০২ কেজি জিরা এবং ১৩৬ কেজি চাপাতা মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,৪৫,৮০০/- (সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত) টাকা।