বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোষ্টে মোটর সাইকেল তল্লাশি করে ২.৬৫৬ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বারসহ একজন আটক।
প্রকাশন তারিখ
: 2023-05-26
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোষ্টে মোটর সাইকেল তল্লাশি করে ২.৬৫৬ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বারসহ একজন আটক।
অদ্য ২৫ মে ২০২৩ তারিখ সকালে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কোটবাজার থেকে মোটর সাইকেলযোগে স্বর্ণের একটি চালান কক্সবাজারের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত বিজিবি টহলদল কোটবাজার হতে কক্সবাজারগামী একটি মোটর সাইকেল তল্লাশির জন্য থামায়। পরবর্তীতে বিজিবি টহলদল মোটরসাইকেলটি তল্লাশি করে সীটের নিচে অতি কৌশলে লুকায়িত ২.৬৫৬ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করে। এসময় মোটর সাইকেল চালক মোঃ রায়হান বিন ফারুকী (২৬), পিতা-মৃত ওমর ফারুক, গ্রাম-কুতুপালং পূর্বপাড়া, পোস্ট+থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির কাছে স্বর্ণের বারসমূহের বৈধ কোন কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে স্বর্ণ বহন ও চোরাচালানী কাজে জড়িত থাকার অভিযোগে বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতঃ মোটর সাইকেলসহ তাকে থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।