Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ডিসেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের পুটখালী সীমান্ত থেকে ১,৫০,৭৭,১৪০/-(এক কোটি পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার একশত চল্লিশ) টাকা মূল্যের ১.৯৮৩ কেজি ওজনের ১৭ পিস স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারী আটক


প্রকাশন তারিখ : 2022-12-25
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের পুটখালী সীমান্ত থেকে ১,৫০,৭৭,১৪০/-(এক কোটি পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার একশত চল্লিশ) টাকা মূল্যের ১.৯৮৩ কেজি ওজনের ১৭ পিস স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারী আটক
অদ্য ২৪ ডিসেম্বর ২০২২ তারিখ বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১বিজিবি) নিজস্ব সোর্সের তথ্যের ভিতিত্তে জানতে পারে যে, ০৪ জন স্বর্ণ চোরাকারবারী ০২টি পৃথক মোটরসাইকেলযোগে যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার করতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় ও নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৪ আর পিলার হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তরপাড়া গ্রামস্থ পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষন পর বিজিবি টহলদল একটি মোটরসাইকেলযোগে ০২ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহলদলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে চেষ্টা করে। উক্ত ব্যক্তিরা মোটরসাইকেল না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করে। বিজিবি টহলদল তাদেরকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তাদের সাথে থাকা একটি ব্যাগ রাস্তার পাশে ফেলে ০২ জন স্বর্ণ পাচারকারী (১) মোঃ আব্দুল মান্নান (৩২), পিতা-মৃত আবুল কাশেম, (২) মোঃ নইম উদ্দিন (২৮), পিতা- জহির উদ্দিন, উভয়ের গ্রাম- পুটখালী, পোষ্ট- বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। আরও কিছুক্ষণ অপর একটি মোটরসাইকেলযোগে ০২ জন লোককে আসতে দেখলে বিজিবি টহলদল তাদেরকে থামিয়ে মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের নিচ হতে ০২ পিস এবং পলাতক আসামীদের ফেলে যাওয়া ব্যাগের ভিতর ১৫ পিসসহ মোট ১৭ পিস স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.৯৮৩ কেজি এবং আনুমানিক সিজারমূল্য-১,৫০,৭৭,১৪০/-
(এক কোটি পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার একশত চল্লিশ) টাকা। এছাড়াও ০৩টি মোবাইল ফোন এবং ০১ টি মোটরসাইকেলসহ (১) মোঃ হাফিজুর রহমান (৩৪), পিতা-মোঃ আজিজুর রহমান, (২) মোঃ মেহেদী হাসান (২১), পিতা-মোঃ আব্দুল করিম, উভয়ের ঠিকানা গ্রাম-পুটখালী, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে আটক করে।
আটককৃত ব্যক্তিরা স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে জানা যায়।
May be an image of 6 people, motorcycle and outdoors