Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ August ২০১৭

৪ বিজিবি কর্তৃক ৬,৬৮,১১০/- টাকা মূল্যের মাদক ও অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-08-15

১৪ আগস্ট ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকার মধুগ্রাম বিওপির টহলদল কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী-৬৫ পীস, ভারতীয় ঔষুধ এবং অবৈঃ কাঠ-৩.৫৪ ঘন ফুট, তারাকুচা বিওপির টহলদল কর্তৃক ভারতীয় হুইস্কি-৫১ বোতল এবং পরশুরাম বিওপির টহলদল কর্তৃক ভারতীয় হুইস্কি-০১ বোতল, ভাঃ বিয়ার- ০১ বোতল এবং মটর সাইকেল-০১ টি আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য-৬,৬৮,১১০/- (ছয় লক্ষ আটষট্রি হাজার একশত দশ) টাকা।