১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত যশপুর (শাহাপুর পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক গত ০১ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক ২০৫০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর হতে ৪৮ টি ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ০৭ বোতল হুইস্কি, ১৭ টি শাড়ী এবং ০২ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১,৮৯,৯০০/- (এক লক্ষ ঊননব্বই হাজার নয়শত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।