২৯ জুলাই ২০১৭ তারিখ খুলনায় অবস্থিত ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন গোগা বিওপির একটি টহলদল কর্তৃক যশোর জেলার শার্শা থানাধীন পাঁচবুলেট গ্রামস্থ নয়কোনার মোড় নামক স্থান হতে মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (২০) পিতাঃ মোঃ আমিনুল ইসলাম, গ্রামঃ গোগা, পোষ্টঃ গোগা, থানাঃ শার্শা, জেলাঃ যশোরকে ৪৮০০ পিস সেলেনিয়াম ট্যাবলেট এবং ০১টি মোটর সাইকেলসহ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা।