Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ০১ (এক) জন আসামী এবং ১৫,১৩,৫০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-08-28

গত ২৭ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত গোলাবাড়ী নদীর পাড় নামক স্থান হতে ০৫ টি ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ০১ (এক) জন মোঃ আবুল খায়ের (৩৩), পিতা- মৃত দুদু মিয়া, গ্রাম- অরণ্যপুর, পোষ্ট- বিবির বাজার, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২ বোতল হুইস্কি, ০৬ বোতল বিয়ার, ০২টি বিয়ার ক্যান, ৭৩০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৬৫টি শাড়ী, ৫০টি গার্মেন্টস সামগ্রী, ৫৫টি হরলিক্স, ৪৮টি ল্যাকটোজেন দুধ, ৬৪টি প্যাম্পার্স, ২৫২০০টি আতশবাজি এবং ০১টি সিএনজি মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫,১৩,৫০০/- (পনের লক্ষ তের হাজার পাঁচশত) টাকা।