Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়নের অভিযানে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ একজন মাদক পাচারকারী আটক ।


প্রকাশন তারিখ : 2023-02-16
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়নের অভিযানে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ একজন মাদক পাচারকারী আটক ।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিজিবি'র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) -এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, টেকনাফ হতে কক্সবাজার লিংকরোডগামী একটি প্রাইভেটকারযোগে ইয়াবা পাচার হবে। এতদপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মরিচ্যা চেকপোষ্টে তল্লাশী কার্যক্রম জোরদার করেন। পরবর্তীতে টেকনাফ হতে লিংকরোডগামী প্রাইভেটকারটি মরিচ্যা যৌথ চেকপোষ্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীকালে চালক মোঃ ইয়াছিন (৩৪), পিতা-মৃত আব্দুর রহিম, গ্রাম-বাটিয়া, ডাকঘর-বাটিয়া, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালীকে আটক করে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে প্রাইভেটকারটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হলে প্রাইভেটকারের চেচিসের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৪,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজারমূল্য- ৫০,১১,০০০/-(পঞ্চাশ লক্ষ এগারো হাজার) টাকা (ইয়াবা- ১৪,০০০ X ৩০০= ৪২,০০,০০০/-, প্রাইভেটকার ০১ টি ৮,০০,০০০/- এবং মোবাইল ০২ টি ১১,০০০/-)।
আটককৃত আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
May be an image of 3 people, people standing and text