Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জানুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩.৩৫৩ কেজি ওজনের ০৬ পিস স্বর্ণের বার উদ্ধার


প্রকাশন তারিখ : 2023-01-10
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩.৩৫৩ কেজি ওজনের ০৬ পিস স্বর্ণের বার উদ্ধার
বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্ত পিলার ১৭/৯ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ কামারবাড়ী নামক স্থান দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ইছামতি নদীর পাড়ে কাঁদার মধ্যে পলিথিনের ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় কিছু স্বর্ণ মাটিতে পুঁতে রাখা হয়েছে। স্বর্ণ লুকায়িত আছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১০ জানুয়ারি ২০২৩ তারিখ দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উল্লেখিত স্থান হতে ০৩ টি বড় এবং ০৩টি ছোটসহ মোট ০৬ টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৩.৩৫৩ কেজি এবং বর্তমান বাজারমূল্য ২,৬০,৮৬,৩৪০/-(দুই কোটি ষাট লক্ষ ছিআশি হাজার তিনশত চল্লিশ ) টাকা।
May be an image of 5 people and outdoors