১৩ আগস্ট ২০১৭ তারিখ ২১০০ ঘটিকায় ৫৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চুনারুঘাট থানাধীন হবিগঞ্জ জেলা সদর রিনবো পার্শ্বেল লিঃ নামক এলাকা হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাল্লা বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে ১৭৪০ কেজি ভারতীয় চা পাতা আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের মূল্য- ৫,২২,০০০/- (পাঁচ লক্ষ বাইশ হাজার) টাকা।