বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়ন কর্তৃক ১.৭৪৯ কেজি ওজনের মোট ১৫ পিস স্বর্ণের বারসহ ০১ জন পাচারকারী আটক ।
প্রকাশন তারিখ
: 2022-11-19
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়ন কর্তৃক ১.৭৪৯ কেজি ওজনের মোট ১৫ পিস স্বর্ণের বারসহ ০১ জন পাচারকারী আটক
অদ্য ১৮ নভেম্বর ২০২২ তারিখ ব্যাটালিয়নের নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে দৌলতপুর বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ বালুরমাঠ পাকা রাস্তার ব্রিজের ওপর তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.৭৪৯ কেজি ওজনের মোট ১৫ পিস স্বর্ণের বার এবং ০১ টি পুরাতন বাই সাইকেলসহ মোঃ এমানুর রহমান (১৮), পিতা-মোঃ মশিয়ার রহমান, গ্রাম-পুটখালী পূর্বপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করে। উক্ত স্বর্ণের বারগুলো পাচারকারীর বাই সাইকেলের সীটের নিচে অভিনব কায়দায় লুকায়িত ছিল। স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে আটককৃত ব্যক্তি জানায়।জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-১,২৩,৭০,৪৩০/-(এক কোটি তেইশ লক্ষ সত্তর হাজার চারশত ত্রিশ টাকা)।