৩১ জুলাই ২০১৭ তারিখ টেকনাফে অবস্থিত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল নাফ নদীর কিনারায় কেওড়া বাগানে অবস্থানরত টহলদল তাদেরকে ধাওয়া করলে এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ০৩ (তিন) টি বস্তা খুলে গণনা করে ৩,৪০,০০০ (তিন লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১০,২০,০০,০০/- (দশ কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের করতে সক্ষম হয়।