বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে মাদরা সীমান্ত থেকে ১.০৮০ কেজি ওজনের ০৮টি স্বর্ণের বার উদ্ধার।
প্রকাশন তারিখ
: 2023-03-02
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে মাদরা সীমান্ত থেকে ১.০৮০ কেজি ওজনের ০৮টি স্বর্ণের বার উদ্ধার।
অদ্য ০১ মার্চ ২০২৩ তারিখ দুপুরে বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কতিপয় চোরাকারবারী স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করতে পারে। উক্ত তথ্য প্রাপ্তির পর ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ সোনাবাড়িয়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহন করে। উক্ত এলাকা দিয়ে যাওয়ার সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে ০৮টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৮০ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৮০,৬৪,০০০/- (আশি লক্ষ চৌষট্টি হাজার) টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।