১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর টহলদল টেকনাফ থেকে কক্সবাজারাগমী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ টি মোবাইলসহ মো: আইয়ুব আলী (৪২), পিতা- মো: মোবারক আলী, গ্রাম- মধ্যম হলুদিয়া, পোষ্ট- মরিচ্যা, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে আটক করে। ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত ব্যক্তিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও উক্ত পোষ্টের টহলদল উখিয়া হতে কক্সবাজারগামী অপর একটি বাস তল্লাশী করে মালিক বিহীন অবস্থায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৮,১৩,০০০/- (আট লক্ষ তের হাজার) টাকা।