Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়নের অভিযানে চৌগাছার মাসিলা সীমান্ত থেকে ৭০০ গ্রাম ওজনের ০৬টি স্বর্ণের বার উদ্ধার।


প্রকাশন তারিখ : 2023-02-27
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়নের অভিযানে চৌগাছার মাসিলা সীমান্ত থেকে ৭০০ গ্রাম ওজনের ০৬টি স্বর্ণের বার উদ্ধার।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দুপুরে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ এর নির্দেশনায় বিজিবি'র একটি টহলদল যশোরের চৌগাছা উপজেলাধীন মাসিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ৩৯ এর নিকট মাঠের মধ্যে পরিত্যক্ত একটি ব্যাগের ভেতর থেকে ০৬টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৭০০ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৭০,০০,০০০/- (সত্তর লক্ষ) টাকা।
উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।