Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০১৭

টেকনাফে ২ বিজিবির অভিযানে আসামীসহ ৭৯ হাজার ২৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার


প্রকাশন তারিখ : 2017-07-27

গত ২৬ জুলাই ২০১৭ তারিখ টেকনাফে অবস্থিত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমান, বিজিবিএম, পিবিজিএমএস নেতৃত্বে একটি বিশেষ টহল দল  নাফ নদীর পার্শ্ববর্তী কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ২০৩০ ঘটিকায় টহল দল মায়ানমার হতে একটি নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখে নদীর কিনারায় আসার জন্য অপেক্ষারত থাকে। পরবর্তীতে নৌকাটি নদীর কিনারায় আসা মাত্রই টহলদল নৌকায় আরোহিত দুইজন ব্যক্তিকে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা নৌকাটি ইউটার্ন করে মায়ানমারের দিকে গমনের প্রাক্কালে নৌকাটি ডুবে যায়। এমতাবস্থায় দমদমিয়া বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অপর একটি টহলদল স্পীডবোট নিয়ে ধাওয়া করে ইয়াবা পাচারকারী দুইজন মায়ানমার নাগরিককে নদী হতে উদ্ধার করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকা ডুবে যাওয়া এলাকায় ব্যাপক তল্লাশী চালিয়ে ৭৯,২৭৩ (ঊনআশি হাজার দুইশত তিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ২,৩৭,৮১,৯০০/- (দুই কোটি সাইত্রিশ লক্ষ একাশি হাজার নয়শত) টাকা।