বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রহনপুর ব্যাটালিয়নের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত থেকে ২০,০০০ পিস ইয়াবাসহ ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি জব্দ |
প্রকাশন তারিখ
: 2023-06-17
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রহনপুর ব্যাটালিয়নের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত থেকে ২০,০০০ পিস ইয়াবাসহ ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি জব্দ |
বিজিবির রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১৬ জুন ২০২৩ তারিখ রাতে নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন তেলকুপি সীমান্ত দিয়ে ভারত হতে অস্ত্র-গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদক বাংলাদেশের পাচার হতে পারে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে বিজিবি'র একটি বিশেষ টহলদল তেলকুপি বিওপি'র দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ১১.৩০ ঘটিকায় ০২জন ব্যক্তিকে বস্তা নিয়ে ভারত দিক হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে একটি বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ০১টি ৭.৬২ মি. মি. বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০২টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড গুলি এবং ২০,০০০ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।