০২ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১২২০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলা ৯নং খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস যাত্রীবাহী বাস তল্লাশী করে মোঃ হাসান আহম্মদ (২২), পিত-মোঃ আব্দুস সালাম, গ্রাম-শিকদারপাড়া, পোষ্ট-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ১৯৪৫ পিস বার্মিজ ইয়াবা আটজ করে। যার আনুমানিক সিজার মূল্য ৫,৮৩,৫০০/- (পাঁচ লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকা।