০৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ মরিচ্যা হতে রামুগামী সিএনজি তল্লাশী করে শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ১,৯০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোবাইলসহ শ্রী হারাধন দে (৩২), পিতা- মৃত জদু নাথ দে, গ্রাম- ঠ্যাংখাল, পোষ্ট- বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে আটক করে। এছাড়াও উক্ত চেকপোষ্ট এর সদস্যগণ উখিয়া হতে কক্সবাজার গামী ০১ টি যাত্রীবাহী সী লাইন বাস তল্লাশী করে শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ২,৭৮০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মোছা: রিবা বেগম (২৮), স্বামী- নয়ন মোল্লা, গ্রাম- বৈশাখীয়া (মোল্লা বাড়ী), পোষ্ট- হলুয়া, থানা- নলসিটি, জেলা- ঝালকাঠিকে আটক করে। আটককৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল এর সর্বমোট সিজার মূল্য ১৪,০৫,৫০০/- (চৌদ্দ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামীদেরকে ইয়াবা ট্যাবলেট এবং মালামালসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।