গত ০৭ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপির টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর নামক স্থান হতে ৭২ টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদ্দাম হোসেনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে শাহাপুর নামক স্থান হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ (১) মোঃ হাসান আলী এবং (২) মোঃ মনির হোসেনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য একটি অভিযানে কোতয়ালী থানার অন্তর্গত গোলাবাড়ী নামক স্থান হতে ২৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ মনির হোসেনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫২ বোতল হুইস্কি, ৭৮ বোতল ফেন্সিডিল, ১০০ কেজি গাঁজা, ১০০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৬৬ টি শাড়ী, ০৫ টি থ্রী পিছ, ০২ টি গরু এবং ৮৩৩ টি কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১২,৪৬,০৭৫/- (বার লক্ষ ছেচল্লিশ হাজার পঁচাত্তর) টাকা।