Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়ন কর্তৃক যশোরের রুদ্রপুর সীমান্ত থেকে ৮৯,৪৬,৪৫০/-(ঊননব্বই লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঞ্চাশ) মূল্যের ১.২৩৩ কেজি ওজনের মোট ১০ পিস স্বর্ণের বারসহ ০১ জন পাচারকারী আটক


প্রকাশন তারিখ : 2022-09-28
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়ন কর্তৃক যশোরের রুদ্রপুর সীমান্ত থেকে ৮৯,৪৬,৪৫০/-(ঊননব্বই লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঞ্চাশ) মূল্যের ১.২৩৩ কেজি ওজনের মোট ১০ পিস স্বর্ণের বারসহ ০১ জন পাচারকারী আটক
আজ ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স-এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৩৬ আর পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন পশ্চিম রুদ্রপুর গ্রামস্থ আজগরের আম বাগানের মধ্যে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.২৩৩ কেজি ওজনের ১০ টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী মোঃ সাকিব হোসেন (১৯), পিতা-মৃত কালাম হোসেন, গ্রাম-গোগা, ডাকঘর-গোগা, থানা-শার্শা, জেলা-যশোরকে আটক করা হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর ডান হাতে প্লাষ্টিক ব্যাগে ইউরিয়া সারের মধ্যে কস্টেপ দ্বারা পেচানো গামছার ভিতরে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামস্থ সালামের মোড় নামক স্থান হতে জনৈক অজ্ঞাত ব্যক্তির নিকট হতে সংগ্রহ করে রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-৮৯,৪৬,৪৫০/- টাকা।
এব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 7 people, people standing and outdoors