২৬ জুলাই ২০১৭ তারিখ জয়পুরহাটে অবস্থিত ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মংলা বিশেষ কাম্পের টহল কমান্ডার নায়েক কাজল মহন্ত এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে মংলা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন নন্দীপুর গ্রামের মাদ্রাসার পিছন হতে ভারতীয় ট্যাবলেট PAROPTIN-১,৩৬,০০০ পিস, DEKXIN-৮২,০০০ পিস এবং DEKXON-৫৬,০০০ পিস মালিকবিহীন অবস্থায় আটক করতে করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮২,২০,০০০/- (বিরাশি লক্ষ বিশ হাজার) টাকা।