১১ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০০১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সেক্টর কমান্ডার, কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, এসপিপি, জি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কুমিল্লাস্থ টাকই বুড়িচং এলাকা হতে ভারতীয় শাড়ী ৮৬০ টি, লেহেঙ্গা ১৫ টি এবং ০১ টি মিনি ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬২,৫০,০০০/- (বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।