বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক।
প্রকাশন তারিখ
: 2023-01-16
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক।
অদ্য ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ সকালে বিজিবি'র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত বারাদী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে চোরাচালান হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক, পিএসসি'র নির্দেশনায় অধীনস্থ বারাদী বিওপি'র হাবিলদার মোঃ জুলহাস উদ্দিনের নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল সীমান্ত পিলার ৮০/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর কবরস্থান এলাকায় অবস্থান গ্রহন করে ওৎ পেতে থাকে। পরবর্তীতে বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে অটোরিক্সা যোগে যাত্রীবেশে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে সে অটোরিক্সা থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল দুই ভাগে বিভক্ত হয়ে উক্ত চোরাকারবারীকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে পায়ের জুতার ভিতর অভিনব কায়দায় লুকানো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০২টি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি টহলদল প্যাকেট দুটি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.১৬৪ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৯৩,৩৫,৫৭৬/- (তিরানব্বই লক্ষ পঁত্রিশ হাজার পাঁচশত ছিয়াত্তর) টাকা।