৩০ আগস্ট ২০১৭ তারিখ সিলেটে অবস্থিত ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ লোহারমহল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানার অন্তর্গত লোহারমহল বিওপির সামনে সিলেট-জকিগঞ্জ পাকা রাস্তার উপর একটি সিএনজি তল্লাশীকালে সিএনজি যাত্রী বাংলাদেশী নাগরিক মোঃ জাকির হোসেন (২৫), পিতা মৃত আব্দুল করিম, গ্রাম-পূর্ব লোহারমহল, পোষ্ট-ঈদগাহ্ বাজার, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এর প্যান্টের পকেট হতে তিনটি পৃথক প্যাকেটে সর্বমোট ৫৯৯ (পাঁচশত নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামীকে জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত ইয়াবা ট্যাবলেটের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১,৭৯,৭০০/-(এক লক্ষ ঊনআশি হাজার সাতশত) টাকা।