বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে ১.৪০১ কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ ০২ জন স্বর্ণ চোরাকারবারী আটক ।
প্রকাশন তারিখ
: 2023-06-08
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে ১.৪০১ কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ ০২ জন স্বর্ণ চোরাকারবারী আটক ।
বিজিবি'র খুলনা ব্যাটেলিয়ান (২১ বিজিবি) অদ্য ০৭ জুন ২০২৩ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল রুদ্রপুর বিলপাড়া নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল বাগআচড়া হতে রুদ্রপুর অভিমুখে ০২ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহলদলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলে। উক্ত ব্যক্তিদ্বয় না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করতঃ আটক করতে স্বক্ষম হয়। পরবর্তীতে আটককৃত (১) দেব হালদার (৪২), পিতা-মৃত মিন্টু হালদার, (২) মোঃ সাইদুল ইসলাম (২৩), পিতা-মোঃ শহিদুল ইসলাম, উভয়ের ঠিকানা, গ্রাম-পুটখালী, পোস্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর দ্বয়কে তল্লাশী করে তাদের সাথে থাকা কাপড়ের ব্যাগের ভিতরে সাদা কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ১.৪০১ কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য- ১,২০,১১,৩০০/- (এক কোটি বিশ লক্ষ এগার হাজার তিনশত) টাকা। উল্লেখ্য , আটককৃত দেব হালদার একজন তালিকাভূক্ত বিখ্যাত স্বর্ণ চোরাকারবারী।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা দেয়ার এবং আটককৃত ব্যক্তিদেরকে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।