০১ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপি’র একটি বিশেষ টহলদল কোতয়ালী থানার অন্তর্গত গাজীপুর নামক স্থান হতে ০৬ বোতল হুইস্কি এবং ৫০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫২ বোতল হুইস্কি, ০৩ বোতল বিয়ার, ১২০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ১৩৮টি শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১১,২১,৫০০/- (এগার লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা।