গত ০১ নভেম্বর ২০২০ তারিখ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি কর্তৃক ৪৭১ ভরি ০৯ আনা ০৪ রতি ওজনের ৩১টি স্বর্ণের বার ও বিভিন্ন ধরনের স্বর্ণালংকার সহ ০১ জন রোহিঙ্গা আসামী করতে সক্ষম হয়।যার সিজার মূল্য ৩,১৫,৩৫,৮৬৯ (তিন কোটি পনের লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত ঊনসত্তর) টাকা।