Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জুলাই ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ০২ (দুই) জন আসামী এবং ১৪,৪৩,০৫০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-07-31

গত ৩০ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক ২৩৪৫ ঘটিকায় কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ যশপুর বিওপি’র টহলদল কর্তৃক সদর দক্ষিণ থানার অন্তর্গত একবালিয়া নামক স্থান হতে ৩৯ কেজি গাঁজাসহ ০১ (এক) জন মোঃ নাসির হোসেনকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে অদ্য ৩১ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক ০৯০০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত নোয়পুর নামক স্থান হতে ১৫৩ টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন মোঃ আবুল খায়েরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল হুইস্কি, ৩৯১ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজা, ২৬০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ১০০ টি শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৪,৪৩,০৫০/- (চৌদ্দ লক্ষ তেতাল্লিশ হাজার পঞ্চাশ) টাকা।