Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০১৭

১০ বিজিবি’র অভিযানে ০১ (এক) জন আসামী এবং ৮,৫৭,৮০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-08-17

গত ১৬ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপির টহলদল কর্তৃক  কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর নামক স্থান হতে ৩১৫ টি ইয়াবা ট্যাবলেসহ ধৃত ০১ (এক) জন মোঃ আব্দুল আজিজ (২৫), পিতা- মোঃ সামছু মিয়া, গ্রাম- নূরপুর (হাউজিং স্ট্রেট), পোষ্ট- মোঘলটুলী, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০২ বোতল হুইস্কি, ৪৫ কেজি গাঁজা, ২০২৮০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ২৯৬ টি কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৮,৫৭,৮০০/- (আট লক্ষ সাতান্ন হাজার আটশত)টাকা।