Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে যশোর সীমান্ত থেকে ৩০,০০০ ইউএস ডলারসহ একজন আটক।


প্রকাশন তারিখ : 2023-02-21
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে যশোর সীমান্ত থেকে ৩০,০০০ ইউএস ডলারসহ একজন আটক।
বিজিবি'র যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০,০০০ ইউএস ডলারসহ ০১ জনকে আটক করা হয়েছে।
অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সন্ধ্যায় বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ এর নির্দেশনায় সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে বেনাপোল বিওপির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্যে ৩০,০০০ ইউএস ডলারসহ তাকে আটক করা হয়। আটককৃত ডলারের বর্তমানমূল্য ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ০১টি আই ফোনসহ ০২ টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম- মোঃ তোফাজ্জল হোসেন (৫২), জেলা-মুন্সিগঞ্জ। আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সর্বমোট সিজার মূল্য ৩৩,৪০,০০০/- (তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।
আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 4 people and people standing