০১ সেপ্টেম্বর ২০১৭ তারিখ নীলডুমুরে অবস্থিত ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইন্ট অফিসার মেজর মো: আব্দুল্লাহ আল মামুন, এসপিপি এর নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরা এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১,২০০ পিস ভারতীয় আর কে পায়েল ইমিটেশন গলার চেইন, ৭৮০ টি বিভিন্ন প্রকার আতশ বাজি এবং ২,২০০ পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেন। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪,৩৭,২০০ (চার লক্ষ সাতত্রিশ হাজার দুইশত) টাকা।