অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ আনুমানিক ০৯০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের কয়া বিওপির টহল কমান্ডার জেসিও-৬৭১৯ সুবেঃ মোঃ গোলাম মোস্তফা এর নেতৃত্বে টহলদল নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে ব্যাপক অভিযান ও তল্লাশী চালিয়ে রামভদ্রপুর মাঠের মধ্যে ও পাঁচবিবি, জয়পুরহাট হতে ভারতীয় শাড়ী-৫৭ পিছ, ডোনা তাস-৭৪৪ প্যাকেট, হরলিক্স (৫০০ গ্রাম)-১৩ টি, হরলিক্স (০১ কেজি)-২৪ টি, ভারতীয় জিরা-০৫ কেজি, ভারতীয় স্টীল -৩৩ কেজি পরিত্যাক্ত অবস্হায় আটক করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য= ৩,৮৩,৯০০/- (তিন লক্ষ তিরাশি হাজার নয়শত)টাকা।