Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আটক ।


প্রকাশন তারিখ : 2022-10-29

 

 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আটক ।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
অদ্য ২৯ অক্টোবর ২০২২ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনস্থ রেজুআমতলী ও রেজুপাড়া বিওপি'র একটি যৌথ আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপি’র তুলাতুলি জলিলের গোদা নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ০৪.৩০ টায় সীমান্ত এলাকা হতে ৪/৫ জন ব্যক্তিকে পায়ে হেটে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ আব্দুল সালাম (২০), পিতা-মোঃ রশিদ আহমেদ, কুতুপালং এফডিএমএন ক্যাম্প-০১, ব্লক-বি/১১ এফসিএন নম্বর-৫৫১০৮৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে আটক করে। অতঃপর বিজিবি টহলদল আটককৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে ইয়াবসহ উখিয়া থানায় হস্তার করা হয়েছে। উক্ত মামলায় ০১ জন পলাতক আসামী রয়েছে।
May be an image of 4 people, people standing, outdoors and text that says "န်-လာ်ိင TE ইয়াবা রেজুোামতলী 沒 বিতস 室 내스드 কক্সবাজার ব্যাটালিয়ন (១8 বিজিবি)"