০৪ আগস্ট ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বৌয়ারা বাজার বিওপির টহলদল কর্তৃক সদর দক্ষিণ থানার অর্ন্তগত উত্তর সূর্যনগর নামক স্থান হতে ০৫ টি ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ০১ জনকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিনে অপর একটি অভিযানে ফেনী সদর থানার অর্ন্তগত জোয়ারকাছার বক্ষব্যাধি হাসপাতালমোড় নামক স্থান হতে ০১ টি মোটর সাইকেলসহ ০১ জনকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৭ বোতল হুইস্কি, ১৯ টি বিয়ার ক্যান, ১০০ বোতল ফেন্সিডিল, ৯১৪০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট, ০২ টি মোটর সাইকেল এবং ২০ ট শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১১,৮৪,৫৫০/- (এগার লক্ষ চুরাশি হাজার পাঁচশত পঞ্চাশ)টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।