গত ২১ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জোয়ারকাছার বিওপি’র একটি বিশেষ টহলদল ফেনী সদর থানার অন্তর্গত মাজারটিলা নামক স্থান হতে ১৮ বোতল হুইস্কি ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬ বোতল হুইস্কি, ২১৪২০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ২৩৬ কেজি জিরা মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৫,৮৮,৮০০/- (পাঁচ লক্ষ আটাশি হাজার আটশত)টাকা।