গত ১৬ আগস্ট ২০১৭ তারিখ টেকনাফে অবস্থিত ২ বর্ডার গাড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল জালিয়াপাড়া বেঁড়িবাঁধের পার্শ্বে অবস্থান নিয়ে অপেক্ষারত থাকে। আনুমানিক ২৩৪০ ঘটিকায় ০৪/০৫ জন লোককে ব্যাগ হাতে করে নাফ নদীর তীরবর্তী কর্দমাক্ত এলাকা দিয়ে নদীর পাড়ের বেঁড়িবাঁধে উঠা মাত্রই টহল দল তাদের চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারী পুনরায় কর্দমাক্ত এলাকা দিয়ে নাফ নদীতে গমন করলে টহল দল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে শুন্য রেখা অতিক্রম করে মায়ানমারে চলে যায়। অতঃপর টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা