সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন ও খুলনা ব্যাটালিয়নের যৌথ অভিযানে প্রায় ০৯ কোটি টাকা মূল্যের ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার আটক ।
প্রকাশন তারিখ
: 2023-02-14
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন ও খুলনা ব্যাটালিয়নের যৌথ অভিযানে প্রায় ০৯ কোটি টাকা মূল্যের ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার আটক ।
অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকেলে বিজিবি'র খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর যৌথ অভিযানে যশোরের রাজারহাট এলাকা থেকে ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, পিবিজিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা থেকে সাদা রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-৩৫-৯৫৭৭) যোগে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের অভিমুখে আসিতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ও খুলনা ব্যাটালিয়ন হতে বিজিবি'র দুটি চৌকস টহলদল দুইটি অবস্থান থেকে উক্ত প্রাইভেটকারটিকে আটক করার চেষ্টা করে। প্রথমে খুলনা ব্যাটালিয়ন প্রাইভেট কারটি দেখে তাদের অবস্থান থেকে ধাওয়া করে। পরে প্রাইভেটকারটি যশোর ব্যাটালিয়নের টহলদলের অবস্থানরত এলাকাতে এসে পড়লে যশোর ব্যাটালিয়নের টহল কমান্ডার গাড়িটি থামানোর নির্দেশ দেয়। এসময় প্রাইভেটকার চালক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালানো চেষ্টাকালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই
চালক (চোরাকারবারী) দ্রুত প্রাইভেটকার হতে নেমে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ির ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৬০টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৮.৯৭৪ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৮,৯৭,৪০,০০০/- (আট কোটি সাতানব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
আটককৃত স্বর্ণ যশোর সদর থানার মাধ্যমে ট্রেজারিতে জমা এবং প্রাইভেটকার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাননীয় উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
বিস্তারিত
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
মোঃ খোদা বখস চৌধুরী
বিস্তারিত
মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল
বিস্তারিত
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর