বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী সেজামুড়া এলাকা থেকে ১০৭ কেজি গাঁজাসহ ১টি ট্রাক ও ১টি মোটরসাইকেল জব্দ।
প্রকাশন তারিখ
: 2023-03-13
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী সেজামুড়া এলাকা থেকে ১০৭ কেজি গাঁজাসহ ১টি ট্রাক ও ১টি মোটরসাইকেল জব্দ।
অদ্য ১৩ মার্চ ২০২৩ তারিখ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সীমান্তবর্তী সেজামোড়া এলাকা দিয়ে গাঁজার একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপি হতে বিজিবির একটি বিশেষ টহলদল বর্ণিত স্থানে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বর্ণিত স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারী গাঁজার পোটলা ট্রাকে উঠানোর সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গাঁজার পোটলা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল উক্ত স্থান থেকে ১০৭ কেজি গাঁজাসহ ১টি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪ ৪৯৬২) ও ১টি নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়।