Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০১৭

খুলনায় ২১ বিজিবি’র অভিযানে ৪ কেজি স্বর্ণসহ (৩৫ টি বার) আসামী আটক


প্রকাশন তারিখ : 2017-08-08

০৮ আগস্ট ২০১৭ তারিখ খুলনায় অবস্থিত ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক যশোর জেলার বেনাপোলপোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ মসজিদবাড়ী পোষ্টের সামনে হতে মোঃ আব্দুল মমিন (২৭), পিতাঃ মোঃ নুরুল ইসলাম, গ্রামঃ নাভারণ উল্লাসী পোষ্টঃ উল্লাসী, থানাঃ শার্শা, জেলাঃ যশোরকে ৩৫টি স্বর্ণের বার (ওজন আনুমানিক ০৪ কেজি) এবং ০১টি পালসার মোটর সাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৪১,৭৫,০০০/-(এক কোটি একচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।