বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে ১,৬৯,৯৩,৪৩২/-(এক কোটি ঊনসত্তর লক্ষ তিরানব্বই হাজার চারশত বত্রিশ) টাকা মূল্যের ২.৩৩৩ কেজি ওজনের ০৯টি স্বর্ণের বার ও ০১টি মোটর সাইকেলসহ একজন স্বর্ণ পাচারকারী আটক।
প্রকাশন তারিখ
: 2022-09-01
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে ১,৬৯,৯৩,৪৩২/-(এক কোটি ঊনসত্তর লক্ষ তিরানব্বই হাজার চারশত বত্রিশ) টাকা মূল্যের ২.৩৩৩ কেজি ওজনের ০৯টি স্বর্ণের বার ও ০১টি মোটর সাইকেলসহ একজন স্বর্ণ পাচারকারী আটক।
আজ ৩১ আগস্ট ২০২২ তারিখ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি এর নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে যশোরের শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামস্থ উত্তর রুদ্রপুর বিলপাড়া রোডের সাপেজের বাড়ির সামনে পাকা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ২.৩৩৩ কেজি (২০০ ভরি) ওজনের ০৯টি স্বর্ণের বার এবং ০১ টি মোটর সাইকেলসহ স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য মোঃ শুকুর আলী (৪৫), পিতা-মৃত মিরারাজ, গ্রাম-রুদ্রপুর, ডাকঘর-গোগা, থানা-শার্শা, জেলা-যশোরকে আটক করে। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর কোমরে দুই পার্শ্বে কাপড়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামস্থ বাইকুলা নামক স্থান হতে মোঃ সিরাজুল ইসলামের (৫০) নিকট হতে সংগ্রহ করে রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে আটককৃত পাচারকারী জানায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য- ১,৬৯,৯৩,৪৩২/- টাকা।