২৭ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় সেক্টর সদর দপ্তর, কুমিল্লার সেক্টর কমান্ডার, কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, এসপিপি, জি এর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গোয়েন্দা সূত্র অনুযায়ী সুবেদার আবদুর রউফ এর নেতৃত্বে একটি টহল দল কুমিল্লাস্থ দুর্গাপুর, চৌদ্দগ্রাম এলাকা হতে একটি মোটর সাইকেলসহ ০৫ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মোটর সাইকেলসহ মদের আনুমানিক সিজার মূল্য ২,০৭,৫০০/- (দুই লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা।