সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০২৩
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে দিঘলটারী সীমান্ত থেকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫.২৪৯ কেজি ওজনের ৪৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক।
প্রকাশন তারিখ
: 2023-02-01
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে দিঘলটারী সীমান্ত থেকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫.২৪৯ কেজি ওজনের ৪৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক
বিজিবি'র লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ কুটিরচর নামক এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনায় দিঘলটারী বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবি'র একটি বিশেষ টহলদল বিওপি হতে আনুমানিক ০২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সীমান্ত পিলার ৯২৫/৭-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগানের ভিতরে অবস্থান গ্রহন করে ওঁৎ পেতে থাকে। এসময় সোর্সের বর্ণনানুযায়ী জনৈক এক ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল তাকে ধাওয়া করে তামাকের ক্ষেত হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার কোমরে কাপড় দিয়ে বাধা এবং খাকী কসটেপ দিয়ে মোড়ানো ০২টি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি টহলদল প্যাকেট দুটিসহ উক্ত ব্যক্তিকে আটক করে দিঘলটারী বিওপিতে নিয়ে আসে এবং অধিনায়কের উপস্থিতিতে প্যাকেট দুইটি খুলে ৪৫টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক ওজন ৫.২৪৯ কেজি (৪৫০ ভরি ৩ আনা ১ রতি) এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৪,৫০,০০,০০০/- (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।
আটককৃত স্বর্ণ পাচারকারীকে জিজ্ঞাসাবাদে তার পরিচয়-নাম: মোঃ আজিজার রহমান (৫৮), পিতা: মৃত মোহাম্মদ আলী, গ্রাম-দূর্গাপুর (বানিয়াটারি), পোস্ট-দূর্গাপুর, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট বলে জানা যায়।
আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ আদিতমারী থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ লালমনিরহাট ট্রেজারী অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাননীয় উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
বিস্তারিত
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
মোঃ খোদা বখস চৌধুরী
বিস্তারিত
মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল
বিস্তারিত
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর