২৭ আগস্ট ২০১৭ তারিখ ফেনীতে অবস্থিত ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকার যশপুর বিওপির টহলদল কর্তৃক উত্তর যশপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৪,৩৬,১৬০ পীস বিভিন্ন প্রকার ভারতীয় আতশ বাশি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-৩০,৪৬,৮০০/-(ত্রিশ লক্ষ ছিচল্লিশ হাজার আটশত) টাকা।