বিজিবি'র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ২৪ ডিসেম্বর ২০২১ তারিখ অভিযানে দর্শনা সীমান্তের রামনগর ঈদগাহ এলাকা থেকে ০৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নতমানের ০৪ টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য-২,৫৭,২০,০০০/- (দুই কোটি সাতান্ন লক্ষ বিশ হাজার) টাকা।