গত ০৮ অক্টোবর ২০১৭ তারিখ ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় পুটখালী বিওপির টহল দল অভিযান পরিচালনা করে পুটখালী গ্রামস্থ মসজিদবাড়ী পোষ্টের সামনে হতে ১.১৭০ কেজি’র ১০টি স্বর্ণের বারসহ মোঃ রিপন হোসেন, পিতাঃ মোঃ কামাল আলী, গ্রামঃ ডুমদিয়া, পোষ্টঃ কোতয়ালী, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোরসহ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য=৪৭,০০,০০০/-(সাতচল্লিশ লক্ষ) টাকা।