বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রহনপুর ব্যাটালিয়নের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে মালিকবিহীন ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার ।
প্রকাশন তারিখ
: 2023-05-28
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রহনপুর ব্যাটালিয়নের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে মালিকবিহীন ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার ।
অদ্য ২৮ মে ২০২৩ তারিখ রাতে বিজিবি'র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুর্চি সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান ইয়াবা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চামুচা বিওপির দায়িত্বপূর্ণ চামুচা গ্রামের মাঠের ভিতরে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ০২.৪৫ ঘটিকায় একজন ব্যক্তি ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এসময় উক্ত ব্যক্তি একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন ১০,০০০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।