২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ সুনামগঞ্জে অবস্থিত ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ লাউরগড় বিওপি’র টহলদল গুচ্ছগ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে ০৯ টি ভারতীয় গরু আটক করে। এছাড়াও একই দিনে উক্ত বিওপি’র অন্য একটি টহলদল দশঘর নামক স্থানে অভিযান পরিচালনা করে ০৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ০১ বোতল ওকেন গ্লো মদ আটক করে। আটককৃত গরু ও মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২,৮৫,০০০/- (দুই লক্ষ পাঁচাশি হাজার) টাকা।