Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০১৭

ঠাকুরগাঁওয়ে ৩০ বিজিবি’র অভিযানে কষ্টি পাথর আটক


প্রকাশন তারিখ : 2017-08-29

২৯ আগস্ট ২০১৭ তারিখ ঠাকুরগাঁওয়ে অবস্থিত ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর হতে বিশেষ চোরাচালানী অভিযানে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খাদেমুল বাসার, পিএসসি, এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ মাহবুবুল হক, এর উপস্থিতিতে একটি বিজিবি টহল দলের মাধ্যমে ও পুলিশের সহযোগিতায় হরিপুর উপজেলার আওতাধীন বৈইলোয়া গ্রাম হতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১টি ২০ কেজি এবং অপরটি ৬৫ কেজি মোট ৮৫ কেজি ওজনের ০২টি ভাংগা কষ্টি পাথর,  ১৩০ কেজি ওজনের ০১টি ভাংগা কষ্টি পাথর, ১০ কেজি ওজনের ০১টি ভাংগা কষ্টি পাথর, ০৫ কেজি ওজনের ০১টি ভাংগা কষ্টি পাথর মালিকবিহীন অবস্থায় আটক করে। উল্লেখিত ০৫টি ভাংগা কষ্টি পাথরের আনুমানিক সিজার মূল্য ১,১৫,০০,০০০/- (এক কোটি পনের লক্ষ) টাকা।