০৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ চুয়াডাংগায় অবস্থিত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা আইসিপির টহল দল চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর বিএসপি মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ২২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। আটককৃত ফেন্সিডিল এর আনুমানিক মোট সিজারমূল্য ৯১,২০০/- (একানব্বই হাজার দুইশত) টাকা।